ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ীর সদর উপজেলার মিজানপুরে অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ
  • চঞ্চল সরদার
  • ২০২১-০৮-২৮ ১৪:৫৬:১০

রাজবাড়ী শহরের গোদার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের নদী ভাঙন ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪শতাধিক অসহায়-দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে জিআর চাল বিতরণ করা হয়েছে। 

  গতকাল ২৮শে আগস্ট বিকালে অসহায় দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী। এ সময় উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাইমি মোঃ সায়েফ, ভাইস চেয়ারম্যান মোঃ রবিকুল হাসান পিয়াল, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার সহকারী প্রকৌশলী বিজয় কুমার প্রামানিক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, বীর মুক্তিযোদ্ধা আবু তালেব ও আবুল হোসেন প্রমুখ। 

  চাল বিতরণের আগে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, আমাদের সরকার মানুষের দুর্যোগে সবসময় পাশে থাকে। তার কারণেই কিন্তু আজ আপনাদের জন্য এই চাল দেওয়া হচ্ছে। এই সরকার সবসময় জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে।

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ