ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ীতে নতুন আরো ২৬জনের করোনা শনাক্ত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৮-২৮ ১৪:৫৭:৫২

রাজবাড়ী জেলায় করোনায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ২৬জনের করোনা শনাক্ত হয়েছে। 

  গতকাল ২৮শে আগস্ট রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, র‌্যাপিড অ্যান্টিজেন্টের মাধ্যমে ৭৭জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ৫ জনের করোনা পজিটিভ। এর মধ্যে সদর উপজেলার ২জন, পাংশায় ১জন ও গোয়ালন্দ উপজেলায় ২জন করে করোনায় আক্রান্ত হয়েছে। 

  এছাড়াও গত ২৩ ও ২৪শে আগস্ট আরটি পিসিআরের মাধ্যমে ১৩৭টি নমুনা পরীক্ষার জন্য ঢাকাতে পাঠানো হয়। আজকে তাদের রির্পোট হাতে পেয়েছি। তার মধ্যে ২১ জনের করোনা পজিটিভ। এরমধ্যে সদর উপজেলার ৫জন, পাংশার ১০ জন, কালুখালীর ২জন ও গোয়ালন্দ উপজেলার ৪ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। 

  উল্লেখ্য, গত ২০২০ সালের ৭ই এপ্রিল রাজবাড়ী জেলাতে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তারপর থেকে গতকাল ২৮শে আগস্ট পর্যন্ত এ জেলাতে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১০ হাজার ২ শত ৩৭ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৯ হাজার ৬ শত ২৯ জন। মৃত্যু হয়েছে ৮০ জনের।

  করোনা শুরু থেকে এ পর্যন্ত ৩৮ হাজার ১ শত ২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে আরটি পিসিআরে ২৬ হাজার ৪ শত ৭৭ জনের এবং আর র‌্যাপিড অ্যান্টিজেন্টের মাধ্যমে ১১ হাজার ৬ শত ৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ১০ হাজার ২ শত ৩৭ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়।

  করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছে ৫২৩ জন। হাসপাতালে ভর্তি আছে ১৪ জন ।

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ