বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজবাড়ী জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডঃ এম এ খালেকের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল ২৯শে আগস্ট বিকালে জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী জেলা বিএনপি’র আহবায়ক এডঃ লিয়াকত আলীর সভাপতিত্বে স্মরণ সভায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও সদস্য সচিব এডঃ কামরুল আলম, যুগ্ম আহ্বায়ক এডঃ কে.এ বারী, জেলা যুবদলের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান লিখন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক একেএম সিরাজুল আলম চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক এডঃ মুক্তার কবির নান্নু, প্রয়াত এডঃ এম এ খালেকের ছোট ছেলে এম এ তারেক পলিন, পাংশা উপজেলা বিএনপি নেতা চাঁদ আলী খানসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় বক্তরা এডঃ এম এ খালেকের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।
এডঃ এম এ খালেকের বড় ছেলে এম এ খালেদ পাভেল বলেন, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। তিনি চলার পথে আপনাদের কারো কাছে অপরাধ করা থাকলে সবাই ক্ষমা করে দেবেন।
স্মরণ সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।