ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
বালিয়াকান্দিতে মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছ চাষীদের পরামর্শ॥মাটি ও পানি পরীক্ষা
  • তনু সিকদার সবুজ
  • ২০২১-০৮-৩১ ১৪:০৮:১৬
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বালিয়াকান্দি উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে মাছ চাষীদের মাছচাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা করেছে উপজেলা মৎস্য দপ্তর -মাতৃকণ্ঠ।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে মাছ চাষীদের মাছচাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা করেছে উপজেলা মৎস্য দপ্তর।
  গতকাল মঙ্গলবার উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সকাল থেকে বিকাল পর্যন্ত নারুয়া ইউনিয়ন পরিষদ, বহরপুর মৎস্যজীবী সমিতির কার্যালয়ে মাছ চাষীদেরকে মাছচাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান করাসহ চাষীদের বিভিন্ন এলাকায় পুকুরে গিয়ে পুকুরের মাটি ও পানি পরীক্ষা করা হয়।
  এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা(চঃ দাঃ) আব্দুল মান্নাফ, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ রবিউল হক ও ক্ষেত্র সহকারী রাওফুর মোরসালিন প্রমুখ উপস্থিত ছিলেন।

পাংশা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত নির্বাচনী ব্রিফিং
পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম
বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে গোয়ালন্দ ঘাট থানায় ভূক্তভোগীদের অভিযোগ
সর্বশেষ সংবাদ