রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় রঘুনাথপুর গ্রামের অরুণ গুহ(৩৮) নামে এক মুদি দোকানের কর্মচারী গত ১২দিন ধরে নিখোঁজ রয়েছে। বিভিন্ন খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে রাজবাড়ী থানায় একটি জিডিও করেছেন নিখোঁজ অরুণের স্ত্রী ঝুমুর গুহ। নিখোঁজ অরুণ গুহ বড় রঘুনাথপুর গ্রামের সত্য রঞ্জন গুহের ছেলে।
জানা যায়, অরুণ গুহ ফরিদপুর জেলা সদরের রাজবাড়ী রাস্তার মোড়ে ফরিদপুর হিমাগারের পাশে একটি মুদি দোকানে চাকরী করতো। প্রতিদিন সে বাড়ী থেকে কর্মস্থলে আসা যাওয়া করতো। গত ১৯শে আগস্ট সকালে প্রতিদিনের ন্যায় সে বাড়ী থেকে কর্মস্থলের উদ্দেশ্যে বের হয়। কিন্তু সকাল ১১টার দিকেও সে দোকানে না গেলে দোকান মালিক মোবাইলে বিষয়টি বাড়ীর লোকজনকে জানায়। এরপর থেকে তাকে আর পাওয়া যায়নি।