রোটারী ক্লাব অব রাজবাড়ী চন্দনার উদ্যোগে গতকাল ৩১শে আগস্ট মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে।
এরই অংশ হিসেবে রোটারী ক্লাব অব রাজবাড়ী চন্দনার উদ্যোগে কাজী হেদায়েত হোসেন মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গনে গতকাল ৩১শে আগস্ট বিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়।
রোটারী ক্লাব অব রাজবাড়ী চন্দনার সভাপতি কাজী ইরাদত আলী এ কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় অন্যান্যর মধ্যে ক্লাবের সেক্রেটারী এডঃ খান মোঃ জহুরুল হক, প্রাক্তন সভাপতি এডঃ গণেশ নারায়ন চৌধুরী, ডাঃ পারিজাত কুমার পাল, প্রদীপ্ত চক্রবর্তী কান্ত , মোঃ আলাউদ্দিন মোল্লা, আব্দুস সালাম মন্ডল, গণেশ মিত্র , এডঃ মোস্তফা কবীর, ক্লাবের বর্তমান পরিষদের সহ-সভাপতি ও সাবেক উপাধ্যক্ষ ফকরুজ্জামান মুকুট, সাবেক সহ-সভাপতি অরুপ দত্ত হলি, সাবেক সম্পাদক এডঃ আহসান হাবীব নিউটন, ক্লাব ট্রেজারার জয়দেব কুমার পাল ও সার্জেন্ট এ্যাট আর্মস পলাশ কর্মকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে কাজী হেদায়েত হোসেন মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতালের নবনির্মিত সম্মেলন কক্ষে ক্লাবের নিয়মিত বোর্ড সভা অনুষ্ঠিত হয়। এতে আগামী ৮ই সেপ্টেম্বর ক্লাব ফ্যামিলি ডে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।