ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ীতে আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ॥ডিসি’র কাছে স্মারকলিপি
  • আসাদুজ্জামান নুর
  • ২০২১-০৮-৩১ ১৪:১৩:০৩

রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের স্বত্ব দখলীয় জমিতে জেলা ও দায়রা জর্জ কর্তৃক অবৈধ ভাবে মার্কেট নির্মাণ ও আইনজীবীদের উপর হামলায় অভিযুক্ত কর্মচারীদের শাস্তির দাবিতে গতকাল ৩১শে আগস্ট সকাল সাড়ে ১০টায় সাধারণ আইনজীবী পরিষদের ব্যানারে বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসকের মাধ্যমে আইনমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। 
  গতকাল মঙ্গলবার সকালে রাজবাড়ীর সর্বস্তরের আইনজীবীদের পক্ষে আহবায়ক, সাধারণ আইনজীবী পরিষদ রাজবাড়ী ও সভাপতি আওয়ামী আইনজীবী পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডঃ ওমর আলী এবং সদস্য সচিব, সাধারণ আইনজীবী পরিষদ রাজবাড়ী ও রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি এডঃ মোঃ মনজুর মোরশেদ স্বাক্ষরিত স্মারকলিপি রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগমের কাছে প্রদান করা হয়। 
  এ সময় উপস্থিত ছিলেন জেলা বারের সভাপতি এডঃ স্বপন কুমার সোম, বীর মুক্তিযোদ্ধা এডঃ ওমর আলী, এডঃ মোঃ মনজুর মোরশেদ, এডঃ খান মোহাম্মদ জহুরুল হকসহ রাজবাড়ী জেলা বারের আইনজীবীগণ উপস্থিত ছিলেন।
  বিক্ষোভ সমাবেশ জেলা বারের সভাপতি এডঃ স্বপন কুমার সোম বলেন, জেলা প্রশাসকের মাধ্যমে আইনমন্ত্রী সমীপে আমাদের দাবি গুলো কেনো পূরণ হলো না এর বিধি-বৃত্তান্ত আমরা লিখিত আকারে পেশ করেছি। 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ