ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
রাজবাড়ীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ এক কিশোর গ্রেফতার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৯-০২ ১৪:৪৫:২১
রাজবাড়ী থানা পুলিশ গত ১লা সেপ্টেম্বর রাত ১১টার দিকে সদর উপজেলার চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের সামনে থেকে অস্ত্র বিক্রিকালে কিশোর আশরাফুল ইসলামকে গ্রেফতার করেছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের সামনে অস্ত্র বিক্রির কালে আশরাফুল ইসলাম (১৭) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে রাজবাড়ী থানা পুলিশ। 

  গত ১লা সেপ্টেম্বর রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় লোহার তৈরি ওয়ান শুটারগানসহ তাকে গ্রেফতার করা হয়।

  গ্রেফতারকৃত, আশরাফুল ইসলাম রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চাঁদপুর গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে। 

  রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর থানার একটি টিম সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের সামনে অস্ত্র বিক্রি’র সময় হাতেনাতে আশরাফুল ইসলাম(১৭) নামে একজনকে গ্রেফতার করা হয়। এ সময় অপর একজন আসামী পালিয়ে যায়। উদ্ধার করা হয় ১টি ওয়ান শুটারগান। পরে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনের ১৮৭৮ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।  

মহান মে দিবস উপলক্ষ্যে পুলিশ সুপারের বাণী
নববর্ষ ১৪৩১ উপলক্ষ্যে রাজবাড়ীর পুলিশ সুপারের শুভেচ্ছা বাণী
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে পুলিশ সুপারের শুভেচ্ছা বাণী
সর্বশেষ সংবাদ