ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ী সদরের আলীপুর ইউপির ৬৪টি মসজিদে লাশ গোসলের জন্য কাপড়ের ঘের প্রদান করলেন চেয়ারম্যান
  • চঞ্চল সরদার
  • ২০২১-০৯-০৩ ১৪:১০:৫৮
রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শওকত হাসান গতকাল ৩ই সেপ্টেম্বর সকালে আলোচনা সভা শেষে ইউপির ৬৪টি মসজিদের ইমামদের হাতে লাশ গোসলের জন্য কাপড়ের তৈরি ঘের তুলে দেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের মানুষের ভাগ্য উন্নয়নে নানা মুখী উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন চলেছেন চেয়ারম্যান মোঃ শওকত হাসান। 

  এরই ধারাবাহিকাতায় গতকাল ৩ই সেপ্টেম্বর সকালে ইউনিয়ন পরিষদে হলরুমে মসজিদের ইমামদের সাথে আইন-শৃঙ্খলা, মাদক, কোভিড-১৯ ও ইভটিজিংসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় সভা শেষে ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত উদ্যোগে আলীপুর ইউনিয়নের ৬৪টি মসজিদে ইমামদের হাতে লাশ গোসলের জন্য কাপড়ের তৈরি ঘের তুলে দেন। এ সময় বিভিন্ন মসজিদের ইমাম ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। 

  এরআগে গত ২৯শে আগস্ট ইউনিয়নবাসীর জন্য ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস সেবা চালু করেছে তিনি। এছাড়াও তিনি গ্রামকে শহরে রূপান্তর করতে নানা ধরণের কাজ করে চলেছে। তার জন্য তিনি ইউনিয়ন পরিষদের সামনে তৈরী করেছেন মুজিব কানন ও মিনি শিশু পার্ক, বিভিন্ন সড়কে দিয়েছেন বাতি। এছাড়াও করোনার এই মহামারিতে তিনি অসহায় মানুষের পাশে থেকে দিয়েছেন খাদ্য সামগ্রী। শিশুদের কথাও তিনি ভুলেন নাই তাদের জন্যও তিনি শিক্ষা উপকরণ বিতরণ করেছে। 

  আলীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শওকত হাসান বলেন, আমি চেষ্টা করেছি ইউনিয়নের প্রত্যেকটি মানুষের বিপদ আপদে পাশে থেকে তাদের জন্য কাজ করতে। 

  তিনি আরো বলে, আগামী দিনেও জনগণের ভাগ্য উন্নয়নে পাশে থেকে কাজ করে যাবো।

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ