জাতীয় যুব জোটের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত ২রা সেপ্টেম্বর জাতীয় যুব জোট রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে স্থানীয় শ্রমিক জোট কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“যুবরা লড়বে, নতুন পৃথিবী গড়বে” প্রতিপাদ্য বিষয় ও সরকারী চাকুরীতে প্রবেশের বয়সসীমা ৩৩ বছর স্থায়ী করার দাবীকে সামনে রেখে জাতীয় যুব জোটের সভাপতি মোঃ কামরুজ্জামান কামুনের সভাপতিত্বে আলোচনা সভায় জাসদের প্রবীন নেতা ও সাবেক সংসদ সদস্য মোঃ আব্দুল মতিন মিয়া, জেলা জাসদের সভাপতি মুনিরুল হক মুনির, সহ-সভাপতি দিলীপ চাকি, সাধারণ সম্পাদক আঃ লতিফ লাল, শ্রমিক নেতা শহিদুর রহমান মঞ্জু ও নারী নেত্রী শারমিন সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন। সভা সঞ্চলনা করেন জেলা যুব জোটের সাধারণ সম্পাদক আতিক আল আলম। এ সময় জেলা জাসদসহ জাতীয় যুব জোট জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ কর্মীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তগণ প্রতিপাদ্য বিষয়সহ সরকারী চাকুরীতে প্রবেশের বয়সসীমা ৩৩বছর স্থায়ী করার বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন।