ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
রাজবাড়ী সদরের বারলাহুরিয়ার মানসিক ভারসাম্যহীন যুবক হাবিব ১৭ দিন ধরে নিখোঁজ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৯-০৪ ১৪:১৮:১৭

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বারলাহুরিয়া গ্রামের হাবিব শেখ(২১) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক ১৭দিন ধরে নিখোঁজ রয়েছে। 

  এ ঘটনায় হাবিব শেখের পিতা জামাল শেখ গত ৩১শে আগস্ট রাজবাড়ী থানায় একটি জিডি করেছেন। জিডি নং-১৫৫১। 

  জিডিতে উল্লেখ করা হয়েছে, ‘হাবিব শেখের মস্তিষ্ক বিকৃত(মাথায় সমস্যা) এবং সে জন্য তার চিকিৎসা চলছে। গত ১৮ই আগস্ট বেলা ১২টার দিকে হাবিব শেখ নিজ বাড়ী হতে কাউকে কিছু না বলে অজ্ঞাত স্থানে চলে যায়। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।’ থানায় জিডির পাশাপাশি নিখোঁজ হাবিব শেখের সন্ধান চেয়ে তার পরিবারের পক্ষ থেকে সকলের নিকট আকুতি জানানো হয়েছে। যদি কেউ নিখোঁজ হাবিব শেখের সন্ধান পান তাহলে পরিবারের পক্ষ থেকে ০১৬২৭৬৮২৮৯৫ ও ০১৮৭৫৬৩০০৬৮ নম্বরের মোবাইল ফোনে অথবা রাজবাড়ী থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। 

  নিখোঁজ হাবিব শেখের বর্ণনা ঃ গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, মাথার চুল ছোট, মুখমন্ডল গোলাকার, চুলের রং কালো। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল হলুদ রঙের টি শার্ট ও জিন্সের প্যান্ট। 

ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে যাচ্ছে
কালুখালীতে প্রাইভেট কার-মোটর সাইকেলের সংঘর্ষে ১জন নিহত
রাজবাড়ী সদরের হাউলি জয়পুর প্রবাসীর স্ত্রী’কে হত্যা করে টাকা লুটের অভিযোগ
সর্বশেষ সংবাদ