ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
কালুখালী উপজেলার ৭টি ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা
  • রাকিবুল ইসলাম
  • ২০২১-০৯-০৬ ১৫:০০:১৬

মেয়াদ উত্তীর্ণ হওয়ায় রাজবাড়ী জেলা কালুখালী উপজেলার ৭টি ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। 

  একই সাথে নতুন কমিটি গঠনের লক্ষ্যে আগামী ২৫শে সেপ্টেম্বরের মধ্যে আগ্রহী পদ প্রত্যাশীদের সিভিসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য আহ্বান করা হয়েছে।

  গত ৫ই সেপ্টেম্বর কালুখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ রিপন ও সাধারণ সম্পাদক সাগর মন্ডল কর্তৃক স্বাক্ষরিত এ সংক্রান্ত  একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। 

  প্রেস বিজ্ঞপ্তিতে রতনদিয়া, মাজবাড়ী ও মদাপুর ইউনিয়নের আগ্রহী পদ প্রত্যাশীদের ৭ই সেপ্টেম্বর থেকে ১৫ই সেপ্টেম্বর, কালিকাপুর ও মৃগী ইউনিয়নের আগ্রহী পদ প্রত্যাশীদের ১৬ই সেপ্টেম্বর থেকে ২০শে সেপ্টেম্বর এবং বোয়ালিয়া ও সাওরাইল ইউনিয়নের আগ্রহী পদ প্রত্যাশীদের ২১শে সেপ্টেম্বর হতে ২৪শে সেপ্টেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা প্রদান করতে (উপজেলা ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদকের নিকট) বলা হয়েছে।

  এ ব্যাপারে কালুখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ রিপন বলেন, কমিটিগুলোর মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সেগুলো বিলুপ্ত করা হয়েছে। সাংগঠনিক শক্তি বাড়াতে এবং নতুনদের সুযোগ দিতে নতুন কমিটি ঘোষণা করা হবে। 

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও এনজিও’র সাথে ডিসির মতবিনিময়
কালুখালীতে শীতার্তদের মাঝে  রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ