ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫
গোয়ালন্দের কামরুল ইসলাম কলেজের প্রভাষক বিদ্যুৎ কান্তি টিকাদারের মৃত্যু
  • মইনুল হক মৃধা
  • ২০২১-০৯-০৬ ১৫:০৫:৪২

রাজবাড়ী জেলার গোয়ালন্দের কামরুল ইসলাম সরকারী কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক বিদ্যুৎ কান্তি টিকাদার(৪২) আর নেই।

  গতকাল ৬ই সেপ্টেম্বর দুপুরে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। 

  মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে রেখে গেছেন। তার স্ত্রী তৃপ্তি রাণী বিশ^াস গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের চাঁদ খান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। 

  প্রয়াত বিদ্যুৎ কান্তি টিকাদারের শ্বশুর অরুণ কুমার বিশ্বাস জানান, ‘বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর শহরের নিজ বাসায় বুকে ব্যাথা অনুভব করলে তাকে দ্রুত হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইসিজি করার পর পরই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোপালগঞ্জ জেলা সদরের ঘোড়াদাইর গ্রামের বাড়ীতে তার দাহ কার্য সম্পন্ন করা হবে।’

  প্রভাষক বিদ্যুৎ কান্তি টিকাদারের অকাল মৃত্যুতে গোয়ালন্দ কামরুল ইসলাম সরকারী কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম তালুকদারসহ কলেজ পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। 

কালুখালীর লাড়িবাড়িতে ঐতিহাসিক ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাংশায় বিনামূল্যে ধান-পাট বীজ ও সার পেল ২৭৫০ জন প্রান্তিক কৃষক
বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারে সরকারী জায়গায় নির্মিত ঘর উচ্ছেদ করলো প্রশাসন
সর্বশেষ সংবাদ