রাজবাড়ী জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত রাজবাড়ী শিশু পার্কের সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নিতে গতকাল ৭ই সেপ্টেম্বর সকাল ১০টায় পার্কটি পরিদর্শন করেন জেলা প্রশাসক দিলসাদ বেগম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জয়ন্তী রূপা রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সূবর্ণা রাণী সাহা ও পার্কের ইজারাদার উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক পার্কে আগত শিশুদের চিত্ত বিনোদনের জন্য নানা ধরণের সুযোগ-সুবিধা বৃদ্ধিকরাসহ নিরাপত্তা বিষয়াবলী সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।