ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
রাজবাড়ী সদরের মিজানপুরের সেই প্রবীণ দম্পতির বাড়ীতে জেলা প্রশাসন কর্তৃক ঘর নির্মাণ কাজ শুরু
  • চঞ্চল সরদার
  • ২০২১-০৯-০৮ ১৪:৪৫:০০

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের কাকিলাদাইর গ্রামের সেই অসহায় প্রবীণ দম্পতি আকবর আলী ব্যাপারী-রিজিয়া খাতুন বাড়ীতে জেলা প্রশাসন কর্তৃক ঘর নির্মাণের কাজ শুরু হয়েছে।

  জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী গতকাল ৮ই সেপ্টেম্বর সকালে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উপ-সহকারী প্রকৌশলী বিজয় কুমার প্রামানিকের উপস্থিতিতে ডোয়া পাকা টিনশেডের চারচালা ঘর নির্মাণ কাজ শুরু হয়। 

  সরেজমিনে গিয়ে দেখা যায়, সিমেন্টের খুঁটি গেড়ে ঘর নির্মাণ কাজ শুরু হয়েছে। অসহায় প্রবীণ দম্পতি আকবর আলী ব্যাপারী ও রিজিয়া খাতুন আবেগাপ্লুতভাবে ঘর নির্মাণ কাজ প্রত্যক্ষ করছেন। এ সময় আকবর আলী ব্যাপারী জেলা প্রশাসকসহ প্রশাসনের  কর্মকর্তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এখন শান্তিতে ঘরে বসবাস করতে পারবো। 

  কাকিলাদাইর গ্রামের অসহায় দম্পতি আকবর আলী ব্যাপারী(৯০) ও রিজিয়া খাতুন(৭৫) এর মানবেতর জীবনযাপন নিয়ে গত ২রা সেপ্টেম্বর দৈনিক মাতৃকণ্ঠে ‘মৃত্যুর আগে হতদরিদ্র প্রবীণ দম্পতি ভালো ঘরে থাকতে চায়’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে তা জেলা প্রশাসক দিলসাদ বেগমের দৃষ্টিগোচর হয়। 

  জেলা প্রশাসকের নির্দেশে ওই দিনই জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এনডিসি সাইফুল হুদা আকবর আলী ব্যাপারী-রিজিয়া খাতুনের বাড়ীতে গিয়ে তাদেরকে খাদ্য সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদানসহ তাদের জন্য ঘর নির্মাণ করে দেয়ার প্রতিশ্রুতি দেন। এর পাশাপাশি জেলা প্রশাসকের নির্দেশে গত ৬ই সেপ্টেম্বর সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মোঃ সায়েফ গিয়ে তাদেরকে খাদ্য সামগ্রী দিয়ে আসেন। 

  এ ব্যাপারে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মোঃ সায়েফ মাতৃকণ্ঠকে বলেন, কাকিলাদাইর গ্রামের অসহায় প্রবীণ দম্পতি আকবর আলী ব্যাপারী ও রিজিয়া খাতুনের ব্যাপারে জেলা প্রশাসক দিলসাদ বেগম আমাকে নির্দেশনা দিলে সে অনুযায়ী তাদেরকে ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। এক লক্ষ টাকা ব্যয়ে ডোয়া পাকা চারচালা টিনশেডের ঘরটি নির্মাণ করা হবে।   

  জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এনডিসি সাইফুল হুদা বলেন, ‘অসহায় প্রবীণ দম্পতি আকবর আলী ব্যাপারী ও রিজিয়া খাতুনের দুরবস্থার সংবাদটি জেলা প্রশাসকের দৃষ্টিগোচর হলে তার নির্দেশনা অনুযায়ী আমি এক্সপার্ট নিয়ে গিয়ে ঘর নির্মাণে কি কি লাগবে তার এস্টিমেট করে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করি। ঘরটি পেলে তাদের থাকার কষ্ট দূর হবে।’ 

ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে যাচ্ছে
কালুখালীতে প্রাইভেট কার-মোটর সাইকেলের সংঘর্ষে ১জন নিহত
রাজবাড়ী সদরের হাউলি জয়পুর প্রবাসীর স্ত্রী’কে হত্যা করে টাকা লুটের অভিযোগ
সর্বশেষ সংবাদ