ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
পাংশায় ডিবি’র অভিযানে ১১৬৭ কানাডিয়ান ডলারসহ ১জন গ্রেপ্তার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৯-০৯ ১৪:৩৮:৩৩
রাজবাড়ী ডিবি’র অভিযানে গত ৮ই সেপ্টেম্বর বিকালে পাংশা উপজেলার গাঁড়াল এলাকা থেকে ১১৬৭ কানাডিয়ান ডলারসহ রফিকুল ইসলাম ওরফে রিপন সরদারকে করেছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার গাঁড়াল এলাকায় আইয়ুব খানের বাড়ির সামনে প্রধান সড়কের গত ৮ই সেপ্টেম্বর বিকালে অভিযান চালিয়ে ১১৬৭ কানাডিয়ান ডলারসহ রফিকুল ইসলাম ওরফে রিপন সরদার(৩৪) নামে ১জন গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি। 

  গ্রেফতারকৃত রিপন শরীয়তপুর জেলার জাজিরা থানার ছামাদ মাদবর কান্দি স্বরূপ বাবুর চর গ্রামের লাল মিয়া সরদারের ছেলে। 

  রাজবাড়ী ডিবি’র ওসি প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র এসআই মিঠু ফকির ও মিলন চন্দ্র বর্মনের নেতৃত্বে একটি টিম পাংশার গাঁড়াল এলাকায় অভিযান চালিয়ে ১১৬৭ কানাডিয়ান ডলারসহ রফিকুল ইসলাম ওরফে রিপন সরদারকে গ্রেফতার করে। উদ্ধারকৃত কানাডিয়ান ডলারের মূল্য বাংলাদেশী টাকার প্রায় ১লক্ষ ১৬হাজার ৭শত টাকা। এছাড়াও তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরে উদ্ধারকৃত আলামতসহ আসামীর বিরুদ্ধে পাংশা থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। 

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ