রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সামাজিক সংগঠন বালিয়াকান্দি ব্লাড ডোনার্স এসোসিয়েশনের উদ্যোগে গতকাল ৯ই সেপ্টেম্বর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে রক্তের গ্রুপ নির্ণয়ে দিনব্যাপী অনুষ্ঠিত কর্মসূচীতে ৩০০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
এ সময় জামালপুর ইউনিয়ন পরিষদের সচিব বিধান বিশ^াস, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য টুটুল মোল্লা, বালিয়াকান্দি ব্লাড ডোনার্স এসোসিয়েশনের সভাপতি রাজীব হোসেন নীরব, সহ-সভাপতি শেখ রেজোয়ান, সাধারণ সম্পাদক মতিউর রহমান, দপ্তর সম্পাদক মোঃ আলহাজ্ব, প্রচার ও প্রকাশনা সম্পাদক তরিকুল ইসলাম, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান মুরাদ ও অর্থ বিষয়ক সম্পাদক আশিক শেখসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বালিয়াকান্দি ব্লাড ডোনার্স এসোসিয়েশনের সভাপতি রাজীব হোসেন নীরব বলেন, অর্থ ও সময়ের জন্য অনেকে রক্তের গ্রুপ নির্ণয় করতে পারে না। সে জন্যই আমাদের এই কর্মসূচী। যাতে গ্রুপ নির্ণয়কারীরা জরুরী প্রয়োজনের সময়ে রক্তদান করতে পারেন।