ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
দৌলতদিয়ার পদ্মায় জেলের জালে ১১ কেজির ঢাই মাছ
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২১-০৯-১১ ১৭:১৩:৩৯

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় পদ্মা নদীতে জেলের জালে ১১ কেজি ওজনের বিরল প্রজাতির একটি ঢাই মাছ ধরা পড়েছে। 

  গতকাল ১১ই সেপ্টেম্বর ভোরে মানিকগঞ্জের রামকৃষ্ণ হালদার নামে এক জেলের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাটের মৎস্য আড়তে আনার পর নিলামে ৩হাজার ১শত টাকা কেজি দরে ৩৪ হাজার ১শত টাকা দিয়ে স্থানীয় মৎস্য ব্যবসায়ী শাহজাহান মাছটি কিনে নেন। পরবর্তীতে তিনি ৩হাজার ২শত টাকা কেজি দরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৩৫ হাজার ২শত টাকায় মাছটি বিক্রি করেন।

  জেলা মৎস্য কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ রোকনুজ্জামান বলেন, বর্তমানে ঢাই মাছ প্রায় বিলুপ্তির পথে। মাঝে-মধ্যে পদ্মায় এই মাছ পাওয়া যায়। মাছটি কীভাবে রক্ষা করা যায়, সেটি নিয়ে গবেষণা করা হবে।

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ