ঢাকা রবিবার, মে ১৯, ২০২৪
ভুলক্রমে আমন্ত্রণ ঃ বহিস্কৃতরা উপস্থিত হওয়ায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভা বাতিল
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৯-১১ ১৭:১৯:৫৪
‘আমন্ত্রণ পত্রে ত্রুটি থাকায়’ রাজবাড়ী জেলা আওয়ামী লীগের গতকাল ১১ই সেপ্টেম্বরের পূর্ব নির্ধারিত সভা বাতিল করা হয়েছে -মাতৃকণ্ঠ।

‘আমন্ত্রণ পত্রে ত্রুটি থাকায়’ রাজবাড়ী জেলা আওয়ামী লীগের গতকাল ১১ই সেপ্টেম্বরের পূর্ব নির্ধারিত সভা বাতিল করা হয়েছে। 

  দলীয় প্যাডে গতকাল শনিবার রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘অদ্য ১১/০৯/২০২১ইং তারিখ রাজবাড়ী জেলা আওয়ামী লীগের নির্ধারিত সভা ছিল। জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্যদের আমন্ত্রণ পত্রে ত্রুটি থাকায় জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জিল্লুল হাকিম এমপি আজকের সভা বাতিল ঘোষণা করেন। পরবর্তীতে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভার তারিখ পত্র দ্বারা জানানো হবে।’

  উল্লেখ্য, বাতিল হওয়া সভার ৭দফা আলোচ্য সূচীর মধ্যে ছিল- ‘বিগত সভার কার্য বিবরণী পাঠ ও অনুমোদন, করোনাকালীন সময়ে গৃহীত কার্যক্রম সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক স্বাক্ষরিত প্রেরিত পত্রের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ, আগামী বর্ধিত সভা সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ, সহ-সভাপতি ও এমপি কাজী কেরামত আলী, সহ-সভাপতি আকবর আলী মর্জি ও সহ-সভাপতি ফকীর আব্দুল জব্বার গং কর্তৃক গত ১২/১২/২০২০ইং তারিখে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বরাবর প্রেরিত পত্রের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ, সাংগঠনিক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ এবং বিবিধ।’ 

  দলীয় সূত্রে জানা গেছে, জেলা কমিটির সভা উপলক্ষে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টা থেকে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে প্রবেশ করতে থাকেন। পৌনে ১১টার দিকে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান (বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে বিজয়ী) ফরিদ হাসান ওদুদ সভায় যোগদান করার জন্য দলীয় কার্যালয়ে প্রবেশ করেন। তবে বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী এহসানুল হাকিম সাধন দলীয় কার্যালয়ে উপস্থিত হলেও সভা কক্ষে প্রবেশ করেননি।    

  সভা শুরুর সাথে নেতৃবৃন্দের একাংশ কর্তৃক ফরিদ হাসান ওদুদ মন্ডলকে বাইরে চলে যেতে বলা হয়। তখন পাল্টা কয়েকজন নেতা বলেন, তাকে তো চিঠি করে আনা হয়েছে-বাইরে কেন যাবে। এ নিয়ে সভায় উত্তেজনা সৃষ্টি হয়।

  নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন নেতা বলেন, ‘উপজেলা পরিষদ নির্বাচনে যারা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছিল কেন্দ্র থেকে চিঠি আসছে তারা কমিটিতে থাকতে পারবেন না। ভুলবশতঃ তাদেরকে চিঠি তাদের দেয়া হয়েছিল। তাই তারা এসেছিলেন। এমতাবস্থায় কোন সিদ্ধান্ত ছাড়াই সভা বাতিল করা হয়েছে।’

  তবে জেলা কমিটির সভায় সহ-সভাপতি আলহাজ¦ কাজী কেরামত আলী এমপি উপস্থিত হননি। 

  জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা বাচ্চু বলেন, ‘জেলা আওয়ামী লীগের দপ্তর থেকে আওয়ামী লীগের ৪জন বহিষ্কৃত নেতার কাছে ভুল করে সভার চিঠি চলে যায়। সেটি নিয়ে সভার মধ্যে বিতর্ক সৃষ্টি হয়। সে কারণে সভা স্থগিত করা হয়েছে।’

  পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ বলেন, ‘জেলা আওয়ামী লীগের সভায় আসার জন্য আমাকে চিঠি ইস্যু করা হয়েছে। তাই আমি সভায় এসেছি। আমি যতদূর জানি কেন্দ্র থেকে আমাকে বহিষ্কার করা হয়নি।’

  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী বলেন, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভার আমন্ত্রণ পত্রে ত্রুটি থাকায় সভা জেলা সভাপতি সভা বাতিল করেন। আগামী ১৮ই সেপ্টেম্বর পুনরায় জেলা আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত হবে। এছাড়া ২০শে সেপ্টেম্বর জেলা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা এবং ১৬ই অক্টোবর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।’

রাজবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
শহীদওহাবপুরে ড্রেজার ও বেকু দিয়ে ফসলী জমির মাটি উত্তোলনের হিড়িক
টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পিআইবি’র মহাপরিচালকের শ্রদ্ধা
সর্বশেষ সংবাদ