রাজবাড়ী শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে ‘মুজিববর্ষে গাছ রোপণ পরিবেশের সংরক্ষণ’ শীর্ষক প্রজেক্ট ভিত্তিক কার্যক্রম-২০২১ এর গাছের চারা রোপণ উদ্বোধন করা হয়েছে।
গতকাল ১২ই সেপ্টেম্বর সকালে প্রধান অতিথি হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে একটি আম গাছের চারা রোপণের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মোঃ সায়েফ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হাসান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন, সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহমানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মোঃ সায়েফ বলেন, গাছ পরিবেশের জন্য উপকারী। এই কার্যক্রম বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বেশি বেশি করে গাছের চারা রোপণে উৎসাহ জোগাবে, উদ্বুদ্ধ করবে। গাছের প্রতি তাদের আজীবন টান থাকবে।