ঢাকা শুক্রবার, জুলাই ৪, ২০২৫
বালিয়াকান্দির নারুয়া বাজার থেকে ইয়াবাসহ ২মাদক বিক্রেতা গ্রেপ্তার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৯-১৪ ১৫:০৪:০০
র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গতকাল ১৪ই সেপ্টেম্বর বিকালে নারুয়া বাজারে অভিযান চালিয়ে ৩১০ পিস ইয়াবাসহ ২জন বিক্রেতাকে গ্রেপ্তার করেছে -মাতৃকণ্ঠ।

র‌্যাবের অভিযানে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজার থেকে ৩১০ পিস ইয়াবাসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। 
  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল ১৪ই সেপ্টেম্বর বিকালে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল নারুয়া বাজারে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।   
  গ্রেপ্তারকৃতরা হলো- বালিয়াকান্দি উপজেলার বিলধামু গ্রামের আব্দুল কুদ্দুছ গাজীর ছেলে এনামুল হক গাজী(২৬) ও একই গ্রামের মৃত চুন্নু বিশ্বাসের ছেলে সুমন বিশ্বাস(২১)। গ্রেপ্তারের সময় ইয়াবা উদ্ধার ছাড়াও তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির কাজে ব্যবহৃত ৬টি সিমসহ ৩টি মোবাইল ফোন ও নগদ ১৭ হাজার টাকা জব্দ করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত আলামতসহ র‌্যাব তাদেরকে বালিয়াকান্দি থানায় হস্তান্তরপূর্বক তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। 

 

রাজবাড়ীতে জুলাই গণঅভ্যুথান স্মরণে আইডিয়া প্রতিযোগিতা বিষয়ক সভা
রাজবাড়ীতে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের ঋণ বিতরণ বিষয়ক সভা
ফরিদপুরে সন্ত্রাস প্রতিরোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় ইফা’র আলোচনা সভা
সর্বশেষ সংবাদ