ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ীতে সিনোফার্মার আরো ৪৫ হাজার ডোজ করোনার টিকা এসেছে
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৯-১৪ ১৫:০৭:৫৫
রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন গতকাল ১৪ই সেপ্টেম্বর দুপুরে বেক্সিমকো ফার্মার প্রতিনিধির কাছ থেকে সিনোফার্মার আরো ৪৫ হাজার ডোজ করোনার ভ্যাকসিন গ্রহণ করেন -মাতৃকণ্ঠ।

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রামণ রোধে রাজবাড়ী জেলায় টিকা প্রয়োগ কার্যক্রম অব্যাহত রাখতে জেলার জন্য সিনোফার্মার আরো ৪৫ হাজার ডোজ করোনার ভ্যাকসিন এসে পৌঁছেছে।

  গতকাল ১৪ই সেপ্টেম্বর দুপুরে বেক্সিমকো ফার্মার প্রতিনিধি ফ্রিজার গাড়ীতে করে রাজবাড়ীর সিভিল সার্জনের কার্যালয়ে উক্ত টিকা এনে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটনের কাছে হস্তান্তর করেন। 

  সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, গত ৭ই ফেব্রায়ারী রাজবাড়ী জেলাতে প্রথম করোনা টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হয়। তারপর থেকে গত ১৩ই সেপ্টেম্বর পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকা ও সিনোফার্মা মিলে রাজবাড়ী জেলায় করোনার টিকার প্রথম ডোজ নিয়েছে ১ লক্ষ ৭১ হাজার ২ শত ৩ জন। তার মধ্যে পুরুষ নিয়েছে ৯১ হাজার ৫ শত ৫১ জন ও মহিলা নিয়েছে ৭৯ হাজার ৬ শত ৫২ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছে ৮৮ হাজার ৬ শত ৮৫ জন। তার মধ্যে পুরুষ ৪৯ হাজার ৭৪ জন এবং মহিলা ৩৯ হাজার ৬ শত ১১ জন। 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ