ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
রাজবাড়ীতে গোবিন্দ স্মৃতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও স্মরণ সভা
  • প্রেস বিজ্ঞপ্তি
  • ২০২১-০৯-১৯ ১৪:১১:৩৪
স্বদেশ নাট্যাঙ্গন রাজবাড়ীর প্রয়াত উপদেষ্টা শিল্পবন্ধু সম্মাননাপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব গোবিন্দ চন্দ্র ঘোষের স্মরণে গত ১৮ই সেপ্টেম্বর বিকালে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আলমগীর শেখ তিতু -মাতৃকন্ঠ।

স্বদেশ নাট্যাঙ্গন, রাজবাড়ীর প্রয়াত উপদেষ্টা শিল্পবন্ধু সম্মাননাপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব গোবিন্দ চন্দ্র ঘোষের স্মরণে স্বদেশ নাট্যাঙ্গনের মহড়া কক্ষের নামকরণে ‘গোবিন্দ স্মৃতি ভবন’ ্র ভিত্তিপ্রস্তর স্থাপন ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। 
   গত ১৮ই সেপ্টেম্বর বিকালে রাজবাড়ী পৌর ইউ মার্কেটের দ্বিতীয় তলার ছাদে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পৌর মেয়র আলমগীর শেখ তিতু। স্বদেশ নাটাঙ্গনের সভাপতি মাসুদুজ্জামান ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ রাজবাড়ীর সভাপতি সালাম তাসির, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস, অরণি সাংস্কৃতিক সংগঠনের পরিচালক মনিরুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা শাখার সহ-সভাপতি লুৎফর রহমান লাবু, প্রয়াত গোবিন্দ চন্দ্র ঘোষের সহধর্মিনী মুক্তি ঘোষ, দোলনচাঁপা সঙ্গীতাঙ্গনের সভাপতি তপন কুমার দে, সাধারণ সম্পাদক শ্যামা রানী দে, অন্যান্য অতিথিদের মধ্যে মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ রাজবাড়ীর সহ-সভাপতি শাহ্ মুজতবা রশীদ আল কামাল, সাধারণ সম্পাদক রাজ্জাকুল আলম, কবি ও নাট্যকার ইউসুফ বাশার আকাশ, জাতীয় রবীন্দ্র সম্মেলন পরিষদের ধীরেন্দ্র নাথ দাস, মঙ্গলনাট থিয়েটারের ফয়জুল হক কল্লোল, জয় বাংলা প্রামীণ যাত্রার সভাপতি ডাঃ হারেজ আলী, নাট্যকার অজয় দাস তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন। 
   পৌর মেয়রকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান, স্বদেশ নাট্যাঙ্গনের সহ-সভাপতি জিহাদুর রহমান, সাধারণ সম্পাদক উচ্ছ্াস কুমার ঘোষ, সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক জাকারিয়া খান, সাংগঠনিক সম্পাদক খন্দকার ইমু কামাল ও কার্যনির্বাহী সদস্য শেখ রেজওয়ান। কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। কবিতা আবৃত্তিসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনে সহযোগিতা করেন দোলনচাঁপা সঙ্গীতাঙ্গনের শিল্পীবৃন্দ। সংগঠনের সাবেক সহ-সভাপতি নাজমুল হাসান বাদল ও সাখাওয়াত হোসেন তালেব, সদস্য সামিনা পারভীন সুমি, নাজমুল হাসান জিহাদ, আতাহার আলী সুমন, নয়ন কুমার বিশ্বাস, অনিক দাস উত্তম, রাইসুল হক রাব্বি, শারমিন খাতুন, ইশারা খাতুন, মাজহারুল ইসলাম, ফরিদপুর খেয়া সাহিত্য সংগঠনের যুগ্ম-সম্পাদক নীরব ইমতিয়াজ শান্তসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্য-কর্মীসহ বিভিন্ন  স্তরের মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

রাজবাড়ী-ঢাকা-ভাঙ্গা রুটে দুই জোড়া নতুন ট্রেন উদ্বোধন আজ
রাজবাড়ীতে শুদ্ধ আবৃত্তি চর্চার কেন্দ্র কাব্যগৃহ’র আত্মপ্রকাশ
ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ীর ৩য় ক্যারিয়ার ফেস্ট অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ