ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
গোয়ালন্দ উপজেলার ৩৫জন গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল বিতরণ
  • মইনুল হক মৃধা
  • ২০২১-০৯-২০ ১৪:২২:৫১
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ৩৫ জন গ্রাম পুলিশের মধ্যে গতকাল ১৯শে সেপ্টেম্বর দুপুরে বাইসাইকেল বিতরণ করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী -মাতৃকন্ঠ।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ৩৫ জন গ্রাম পুলিশের (দফাদার ও মহল্লাদার) মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

   গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৯শে সেপ্টেম্বর দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে দফাদার ও মহল্লাদারদের মাঝে এই বাইসাইকেল তুলে দেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী। গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, অন্যান্যের মধ্যে পৌর কাউন্সিলর নাসির উদ্দিন রনি, উপজেলা যুবলীগের সভাপতি ইউনুস মোল্লা, দৌলতদিয়া ইউপির চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দেবগ্রাম ইউপির চেয়ারম্যান হাফিজুল ইসলাম, উজানচর ইউপির চেয়ারম্যান আবুল ফকির, ছোট ভাকলা ইউপির চেয়ারম্যান আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজবাড়ী-ঢাকা-ভাঙ্গা রুটে দুই জোড়া নতুন ট্রেন উদ্বোধন আজ
রাজবাড়ীতে শুদ্ধ আবৃত্তি চর্চার কেন্দ্র কাব্যগৃহ’র আত্মপ্রকাশ
ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ীর ৩য় ক্যারিয়ার ফেস্ট অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ