ঢাকা শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
দৌলতদিয়ার পদ্মায় ধরা পড়লো ১০ কেজির রুই ও ১১ কেজির পাঙ্গাস
  • কাজী তানভীর মাহমুদ
  • ২০২১-০৯-২২ ১৫:১৯:৪৫

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে এক জেলের জালে ১০ কেজি ওজনের ১টি রুই ও ১১ কেজি ওজনের ১টি পাঙ্গাস মাছ ধরা পড়েছে।
   গতকাল ২২শে সেপ্টেম্বর বিকালে দৌলতদিয়ার ৬ নং ফেরী ঘাটের অদূরে কালী হালদার নামে এক জেলের জালে মাছ ২টি ধরা পড়ে। সন্ধ্যায় বিক্রির জন্য মাছ ২টি দৌলতদিয়া ঘাটের আড়তে নিয়ে আসার পর নিলামে স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা রুই মাছটি ২১শত টাকা কেজি দরে ২১ হাজার টাকায় এবং পাঙ্গাস মাছটি ১৪শত কেজি দরে ১৫ হাজার ৪শত টাকায় কিনে নেন। 
   চান্দু মোল্লা জানান, মোবাইল ফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে কিছু লাভে মাছ ২টি বিক্রির জন্য পাঠানো হয়েছে।
   জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ রোকনুজ্জামান জানান, পদ্মায় পানি কমতে থাকায় প্রায়ই এ ধরনের বড় বড় মাছ পাওয়া যাচ্ছে। আমরা আগামীতে পদ্মা নদীর ওই এলাকায় এ ধরনের বড় মাছের জন্য অভয়াশ্রম গড়ে তোলার চেষ্টা করছি। 

 

পাংশা উপজেলা চেয়ারম্যান প্রার্থী খন্দকার সাইফুল বুড়োর বিশাল নির্বাচনী কর্মী সভা
কালুখালী উপজেলায় মৎস্য দপ্তরের সচেতনামূলক সভা
গোয়ালন্দে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ