ঢাকা রবিবার, এপ্রিল ৬, ২০২৫
পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না থাকায় গোয়ালন্দের হ্যাচারী মালিককে জরিমানা
  • আবুল হোসেন
  • ২০২১-০৯-২২ ১৫:২৭:৫২

পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না থাকায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের জানোকী রায়ের পাড়ায় অবস্থিত একটি মুরগীর হ্যাচারী মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

   গতকাল ২২শে সেপ্টেম্বর দুপুরে গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানকালে পরিবেশ সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় হ্যাচারীর মালিক আব্দুল আওয়ালকে উল্লেখিত জরিমানার পাশাপাশি ৩০ দিনের মধ্যে তাকে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন পত্র আনার, অন্যথায় হ্যাচারী অপসারণের নির্দেশ দেয়া হয়। এসআই দেওয়ান শামীমের নেতৃত্বে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন। 

দৌলতদিয়া লঞ্চ ঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড়॥নেই ভোগান্তি
বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
সর্বশেষ সংবাদ