ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
রাজবাড়ীতে ৯৮জন গ্রাম পুলিশ পেল বাইসাইকেল
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৯-২৪ ১৪:৩৮:৪৪
গত ২৩শে সেপ্টেম্বর সকালে রাজবাড়ী সদর উপজেলার ৯৮জন গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল, পোষাক ও অন্যান্য সরঞ্জামাদি বিতরণ করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী -মাতৃকন্ঠ।

রাজবাড়ী সদর উপজেলার ৯৮জন গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল, পোষাক ও অন্যান্য সরঞ্জামাদি বিতরণ করেছে জেলা প্রশাসন।
বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে গত ২৩শে সেপ্টেম্বর সকালে রাজবাড়ী অফিসার্স ক্লাবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী।
এরপর অতিথিগণ ২০২০-২০২১ অর্থ বছরের বরাদ্দে ক্রয়কৃত বাইসাইকেল, পোশাক ও অন্যান্য সরঞ্জামাদি গ্রাম পুলিশদের হাতে তুলে দেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মোঃ সায়েফ ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব উপস্থিত ছিলেন। 
এ সময় অতিথিগণ এই সাইকেল পাওয়ার ফলে গ্রাম পুলিশগণ জন্ম মৃত্যু নিবন্ধন, বাল্যবিবাহ,  মাদকদ্রব্য সম্পর্কিত তথ্যাদি যথাসময়ে সংগ্রহ পূর্বক সংশ্লিষ্টদের নিকট সরবরাহের মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণে গ্রামপুলিশের সদস্যরা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হবেন মর্মে আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে গ্রাম পুলিশের পক্ষ থেকেও এ বিষয়ে প্রতিজ্ঞা ব্যক্ত করা হয়।

 

শীতার্ত হতদরিদ্র মানুষের মাঝে রাজবাড়ী জেলা প্রশাসকের কম্বল বিতরণ অব্যাহত
মহান বিজয় দিবসে জেলা প্রশাসকের বাণী
শহিদ বুদ্ধিজীবী দিবসে জেলা প্রশাসকের বাণী
সর্বশেষ সংবাদ