ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
রাজবাড়ীতে আরো তিন জনের করোনা শনাক্ত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৯-২৬ ১৫:০০:৩২

রাজবাড়ীতে আরো ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১০ হাজার ৫১৩ জনের করোনা শনাক্ত হলো। 

   গতকাল ২৬ই সেপ্টেম্বর সন্ধ্যায় রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন জানান, গত ২দিন (২৫ ও ২৬শে সেপ্টেম্বর) র‌্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৭৫ জনের নমুনা পরীক্ষা করা হলেও কারো করোনা শনাক্ত হয়নি। এছাড়াও গত ২২ ও ২৩শে সেপ্টেম্বর আরটি পিসিআরের মাধ্যমে ১০৩ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। আজকে তাদের রিপোর্ট হাতে পেয়েছি। তাদের ৩ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। তারা ৩ জনই রাজবাড়ী সদর উপজেলার। 

   উল্লেখ্য, গত ২০২০ সালের ৭ই এপ্রিল রাজবাড়ীতে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত আরটি পিসিআরের মাধ্যমে ২৮ হাজার ৩৩২ জন ও র‌্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে ১২ হাজার ৫৮৫ জনসহ মোট ৪০ হাজার ৯১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্ত হওয়া ১০ হাজার ৫১৩ জনের মধ্যে ১০ হাজার ৩৩৮ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং ৮০ জন মারা গেছেন। এছাড়া ৯৭ জন হোম আইসোলেশনে এবং ৬ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজবাড়ীতে নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা
রাজবাড়ীতে ভূমি ব্যবস্থাপনা  বিষয়ক প্রশিক্ষণের সমাপনী
রাজবাড়ী-ভাঙ্গা-ঢাকা-রাজবাড়ী রুটে নতুন কমিউটার ট্রেন
সর্বশেষ সংবাদ