ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে’কে মিথ্যা অভিযোগে গ্রেফতার ও দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাংচুরের প্রতিবাদে রাজবাড়ীর বালিয়াকান্দিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে গতকাল ২৭শে সেপ্টেম্বর বিকালে শেখ রাসেল মিনি স্টেডিয়াম সংলগ্ন হাসপাতাল রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রামগোপাল চট্টোপাধ্যায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নীতিশ চন্দ্র মন্ডলের সঞ্চালনায় মানববন্ধনে উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বিধান চন্দ্র ঘোষ, বালিয়াকান্দি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি অসিত কুমার রায়, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ^াস, সুবোধ কুমার মৈত্র প্রমুখ বক্তব্য রাখেন।