ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের প্রতিবাদ সভা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৯-২৭ ১৪:১২:৪১

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের মেয়াদ ৪ বছর থেকে ৩ বছরে হ্রাসের উদ্যোগ বন্ধসহ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ৪ দফা দাবী বাস্তবায়নের জন্য রাজবাড়ীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 
   বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র সংগ্রাম পেশাজীবী সংগ্রাম পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে গতকাল ২৭শে সেপ্টেম্বর সন্ধ্যায় জেলা আইডিইবি কার্যালয়ে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সংগ্রাম পরিষদের জেলা শাখার আহ্বায়ক মোঃ হাসমত আলীর সভাপতিত্বে সভায় জেলা আইডিইবি’র সভাপতি মোঃ আঃ রাজ্জাক মিয়া, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মৃধা, এম. গোলাম আহাম্মদ, টিটিসির অধ্যক্ষ ফাতিমা নার্গিস, মোঃ আনিসুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ বলেন, আগামীর কর্মচ্যালেঞ্জ মোকাবেলায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের মেয়াদ হ্রাসের আত্মঘাতি উদ্যোগ বন্ধ করে এ শিক্ষা ব্যবস্থায় বিরাজমান শিক্ষক স্বল্পতা, শ্রেণী কক্ষ, ল্যাব, ওয়ার্কশপ সংকটসহ শিক্ষকদের পদোন্নতি, দ্বিতীয় শিফটে কর্মরত শিক্ষকদের সম্মানী, এসটিইপি প্রকল্পের শিক্ষকদের নিয়মিতকরণ, বেতন-ভাতা প্রদান এবং ছাত্র-ছাত্রীদের বৃত্তি ও ইন্ডাস্ট্রিয়াল ট্রেডিং ভাতা বৃদ্ধিসহ বিশ্বের সাথে তাল মিলিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা আধুনিকায়নে মনোযোগী হবার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে মনোযোগ দিতে হবে। শিক্ষা মন্ত্রণালয় আত্মঘাতি উদ্যোগ থেকে সরে না আসলে আগামীতে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। বঙ্গবন্ধুর শিক্ষা দর্শনের  আলোকে মানবসম্পদ উন্নয়নে যখন প্রধানমন্ত্রী নানাবিধ পরিকল্পনা নিয়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রসারে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছেন, সেখানে কেন শিক্ষা মন্ত্রণালয় এ ধরনের আত্মঘাতি পথে হাঁটছে তা জাতির কাছে পরিষ্কার করতে হবে। প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও বিগত ৮/৯ বছরেও ডিপ্লোমা প্রকৌশলীদের প্রাথমিক নিযুক্তিতে বর্ধিত ইনক্রিমেন্ট, ৫০% পদোন্নতি, জনকল্যাণকর অর্গানোগ্রাম প্রণয়ন করা হয়নি। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড-২০২০ ও ঢাকা ইমারত নির্মাণ বিধিমালার বিতর্কিত সংজ্ঞা ও বিভিন্ন ধারা/উপধারা সংশোধনপূর্বক গেজেট প্রকাশ করা হয়নি। এছাড়া সকল বিদ্যুৎ কোম্পানীতে জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি প্রদান, পলিটেকনিক, টিএসসি, টিটিসি ও এসএসসি (ভোক) শিক্ষকদের পদোন্নতি, শিক্ষক সংকট নিরসন, শ্রেণী কক্ষ, ল্যাব/ওয়ার্কশপ সমস্যার সমাধান, এসটিইপি শিক্ষকদের নিয়মিতকরণ ও বেতন প্রদান এবং ইমার্জিং টেকনোলজীর বেকার ডিপ্লোমা গ্রাজুয়েটদের কর্মসংস্থান ও প্রাইভেট সেক্টরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সম্মানজনক বেতন ও পদবী নির্ধারণে কার্যকর উদ্যোগ সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে নেয়া হয়নি, যা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ছাত্র-শিক্ষকদের বিক্ষুদ্ধ করে তুলেছে। এটি প্রকৌশল কর্মক্ষেত্রকে উত্যক্ত করে তুলবে বলে বক্তাগণ সরকারকে সতর্ক করেন।       

 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ