জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহর নেতৃত্বে গতকাল ২৭শে সেপ্টেম্বর রাজবাড়ী বাজার, রেলগেট ও সদর উপজেলার আলীপুর ইউনিয়ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অবৈধভাবে ড্রেজার দিয়ে দিয়ে বালু উত্তোলন করার দায়ে আলীপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আলম শেখকে ৫০ হাজার টাকা, আলীপুরের জননী বেকারীকে খাদ্য পণ্য তৈরিতে ইন্ডাস্ট্রিয়াল সল্ট ব্যবহার করার দায়ে ৩ হাজার টাকা এবং দণ্ডবিধির একটি মামলায় ২শত টাকা ও সড়ক পরিবহন আইনের ২টি মামলায় ৯শত টাকাসহ ৫টি মামলায় মোট ৫৪ হাাজর ১শত টাকা জরিমানা করা হয়। জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক এবং এএসআই হারুন অর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।