ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
বালিয়াকান্দির নারুয়ার বিস্ফোরণস্থল থেকে আরো ২টি তাজা বোমা উদ্ধার
  • তনু সিকদার সবুজ
  • ২০২১-০৯-২৭ ১৪:১৪:১১
বালিয়াকান্দির নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামের বিস্ফোরণস্থল থেকে গতকাল ২৭শে সেপ্টেম্বর দুপুরে আরো ২টি তাজা বোমা উদ্ধার করে ধ্বংস করেছে ডিএমপির কাউন্টার টেররিজমের বম্ব ডিসপোজাল ইউনিট -মাতৃকন্ঠ।

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামের বিস্ফোরণস্থল থেকে আরো ২টি তাজা বোমা উদ্ধার করে ধ্বংস করেছে ডিএমপির কাউন্টার টেররিজমের বম্ব ডিসপোজাল ইউনিট।
   গতকাল ২৭শে সেপ্টেম্বর দুপুরে ইন্সপেক্টর শফিউদ্দিনের নেতৃত্বে ডিএমপির কাউন্টার টেররিজমের বম্ব ডিসপোজাল ইউনিটের একটি টিম বোমা ২টি উদ্ধারের পর পার্শ্ববর্তী চিত্রা নদী সংলগ্ন একটি ফাঁকা জায়গায় নিয়ে বিস্ফোরণ ঘটিয়ে র্ধ্বস করেন। এ সময় ওসি তারিকুজ্জামানের নেতৃত্বে বালিয়াকান্দি থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
   উল্লেখ্য, গত ২৬শে সেপ্টেম্বর সকালে বিলটাকাপোড়া গ্রামে মেহগনি গাছ কাটার সময় মাটিতে পুঁতে রাখা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারীসহ ৩ জন আহত হন। তাদের দু’জন ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং অপরজন বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।  

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ