ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলামের নেতৃত্বে গতকাল ২৭শে সেপ্টেম্বর দুপুরে পাংশা উপজেলার রঘুনন্দনপুর এলাকার একটি ভেজাল গুড়ের কারখানায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে আখের গুড়ের সঙ্গে রং-চিনি ও চিটাগুড় একসঙ্গে জাল দিয়ে ভেজাল গুড় তৈরি করার দায়ে গুড়ের কারখানাটির মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও সেখান থেকে ৩শত মণ ভেজাল গুড় ও ৭ কৌটা ক্ষতিকর রং জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। এর পাশাপাশি কারখানাটির উৎপাদন বন্ধ করার নির্দেশ দেয়া হয়। পাংশার বাহাদুরপুর ফাঁড়ি পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।