ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
এবার রাজবাড়ী জেলায় ৪৪১টি দুর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৯-২৭ ১৪:১৫:১০

এ বছর রাজবাড়ী জেলায় সার্বজনীন ও পারিবারিক মিলিয়ে মোট ৪৪১টি শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। 
   এর মধ্যে বালিয়াকান্দি উপজেলায় সবচেয়ে বেশী ১৪৯টি, পাংশা উপজেলায় ১০৮টি, রাজবাড়ী সদর উপজেলায় ১০২টি, কালুখালী উপজেলায় ৬১টি ও গোয়ালন্দ উপজেলায় ২১টি দুর্গা পূজা অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট পূত্রে জানা গেছে। বর্তমানে প্রতিমা শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন। মাটির কাজ প্রায় শেষের পথে। মাটি শুকিয়ে গেলেই তারা রংয়ের কাজ ধরবেন। জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে  জানা গেছে, করোনাকালীন স্বাস্থ্য বিধি মেনে সরকারী নির্দেশনার আলোকে কিছুটা সীমিত পরিসরে দুর্গা পূজা উদযাপন করা হবে। এছাড়া বরাবরের মতো সরকারী সহায়তা হিসেবে রাজবাড়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি দূর্গা পূজার জন্য ৫০০ কেজি করে চাল বরাদ্দ করা হয়েছে, যা ইতিমধ্যে বিতরণ করা শুরু হয়েছে।     

আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে ঃ রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম
বসন্তপুরে ইমাম কমিটির উদ্যোগে খাবার স্যালাইন ও শরবত বিতরণ
রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে সাইবার নিরাপত্তা সংক্রান্ত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ