প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে গতকাল ২৮শে সেপ্টেম্বর বিকালে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান মোল্লার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল আলম সুফি’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম ফরিদ হোসেন বাবু মিয়া, সহ-সভাপতি ও বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নায়েব আলী শেখ, যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, নারোদ বাছাড়, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইদ্রিস আলী ফকির প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা পর্বের শেষে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। শেষে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করা হয়।