ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
গণতন্ত্র রক্ষা ও ভোটাধিকার ফিরিয়ে দেয়ার দাবীতে রাজবাড়ীতে সিপিবি’র মানববন্ধন
  • চঞ্চল সরদার
  • ২০২১-০৯-২৮ ১৪:১৬:৪৫

গণতন্ত্র রক্ষা ও ভোটাধিকার ফিরিয়ে দেয়াসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানোর দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জেলা কমিউনিস্ট পার্টি (সিপিবি)। 

   গতকাল ২৮শে সেপ্টেম্বর বিকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন চলাকালে জেলা সিপিবির সাবেক সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক বাবন চক্রবর্তী, জেলা কৃষক সমিতির সভাপতি আঃ ছাত্তার মন্ডল, জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি মুজিব আলম বকুল, জেলা উদীচীর সহ-সভাপতি আজিজুল হাসান খোকা, গোয়ালন্দ উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক ক্বারী মোহাম্মদ শাহাবুদ্দিন, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি কাওছার আহমেদ রিপন, সাবেক সভাপতি আব্দুল হালিম বাবু প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ বলেন, আমাদের গণতন্ত্র রক্ষা করে ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। বর্তমানে চাউল-তেলসহ নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। এতে করে নিম্ন আয়ের মানুষজন খুব কষ্টে আছে। আমাদের দাবী থাকবে যেন দ্রুত নিত্যপ্রয়োজনীর জিনিসপত্রের দাম কমানো হয়।

পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ