রাজবাড়ীর গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবে নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ৭৫ পাউন্ড ওজনের কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
গতকাল ২৮শে সেপ্টেম্বর রাত ৮টার দিকে গোয়ালন্দের মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিঃ-এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুল হক। এ সময় গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ সেলিম মুন্সী, গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ রাতুল আহম্মেদ সজল, সাধারণ সম্পাদক আকাশ সাহা, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কলিন্স পার্থ, সহ-সভাপতি মিরাজ বিশ্বাসসহ সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।