ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
দৌলতদিয়া পতিতাপল্লী সংলগ্ন বোর্ডিং থেকে ৪ জুয়ারু গ্রেপ্তার
  • মইনুল হক মৃধা
  • ২০২১-১০-০১ ১৪:২৪:৫৫
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লী সংলগ্ন একটি বোর্ডিংয়ের জুয়ার আসরে গতকাল ১লা অক্টোবর ভোর রাতে অভিযান চালিয়ে ৪জন জুয়ারুকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ -মাতৃকন্ঠ।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লী সংলগ্ন একটি বোর্ডিংয়ের জুয়ার আসরে অভিযান চালিয়ে ৪জন জুয়ারুকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
   গতকাল ১লা অক্টোবর ভোর রাতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে নগদ ৪ হাজার ২শত টাকা ও জুয়া খেলার কাজে ব্যবহৃত  তাস উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো-দৌলতদিয়ার ১ নং বেপারী পাড়ার জুলহাস খাঁ (৫০), ২ নং বেপারী পাড়ার হবি ফকীর (৩৯), হোসেন মন্ডলের পাড়ার হাসেম মৃধা (৩৩) ও ফরিদপুরের শিবরামপুর এলাকার রিপন শেখ (৩৩)। 
   গোয়ালন্দ ঘাট থানার অপারেশন অফিসার এসআই জাকির হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকালই তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। 

 

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও এনজিও’র সাথে ডিসির মতবিনিময়
কালুখালীতে শীতার্তদের মাঝে  রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ