রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লী সংলগ্ন একটি বোর্ডিংয়ের জুয়ার আসরে অভিযান চালিয়ে ৪জন জুয়ারুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল ১লা অক্টোবর ভোর রাতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে নগদ ৪ হাজার ২শত টাকা ও জুয়া খেলার কাজে ব্যবহৃত তাস উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো-দৌলতদিয়ার ১ নং বেপারী পাড়ার জুলহাস খাঁ (৫০), ২ নং বেপারী পাড়ার হবি ফকীর (৩৯), হোসেন মন্ডলের পাড়ার হাসেম মৃধা (৩৩) ও ফরিদপুরের শিবরামপুর এলাকার রিপন শেখ (৩৩)।
গোয়ালন্দ ঘাট থানার অপারেশন অফিসার এসআই জাকির হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকালই তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।