আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীরা শোডাউন করছেন। গতকাল ২রা অক্টোবর দুপুরে কসবামাজাইল থেকে বিশাল এক মোটরসাইকেল শোভাযাত্রা করে পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌঁছে নেতৃবৃন্দের হাত থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের আবেদন ফরম ক্রয় করেছেন কসবামাজাইল ইউপির চেয়ারম্যান পদ প্রার্থী রাকিবুল ইসলাম বিশ্বাস। তার মোটরসাইকেলের শোভাযাত্রা পাংশা বাজারে প্রবেশ করলে উৎসুক লোকজন হাত নেড়ে শুভেচ্ছা জানায়।
শনিবার দুপুর আড়াইটার দিকে পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করার পর সেখানে উপস্থিত দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে রাকিব বিশ্বাস বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং শেখ হাসিনার আস্থাভাজন রাজবাড়ী-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম সহ দলীয় সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আমার শতভাগ আস্থা রয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সময় থেকেই আমাদের পরিবার আওয়ামী লীগ রাজনীতির সাথে সম্পৃক্ত। আমাদের পরিবারে কয়েকজন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন। আওয়ামী লীগ করার কারণে বিগত সময়ে নানা অত্যাচার-নির্যাতন সহ্য করতে হয়েছে। আমার পূর্বপুরুষেরা শিক্ষা ও সামাজিক উন্নয়নে এলাকায় কাজ করেছেন। তারই ধারাবাহিকতায় আমি এলাকার মানুষের সুখ-দুঃখের সাথী হিসেবে পাশে আছি। সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক কসবামাজাইল ইউনিয়ন গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।