রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের অন্তার মোড় এলাকায় পদ্মা নদীতে জেলের জালে ২১ কেজি ওজনের ১টি বাগাইড় ও ১৫ কেজি ওজনের ১টি কাতল মাছ ধরা পড়েছে।
গতকাল ২রা সেপ্টেম্বর সকালে সাইয়ুম নামে স্থানীয় এক জেলের জালে মাছ ২টি ধরা পড়ে। খবর পেয়ে দৌলতদিয়া ঘাটের মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ গিয়ে বাগাইড় মাছটি ১২শত টাকা কেজি দরে ২৫ হাজার ২শত টাকায় এবং কাতল মাছটি ১৩শত ৫০ টাকা কেজি দরে ২০ হাজার ২৫০ টাকায় কিনে নেন।
মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, জেলে সাইয়ুম মাছ ২টি ধরেই আমাকে মোবাইলে জানানোর পর আমি তাদের নৌকায় গিয়ে মাছ ২টি কিনে আনি। ইতিমধ্যে কাতল মাছটি ১৪শত টাকা কেজি দরে ২১ হাজার টাকায় বিক্রি করেছি। বাগাইড় মাছটিও কিছু বেশী দামে বিক্রির চেষ্টা করছি।