ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
পাংশায় নৌকার মাঝি হতে চান কারাগারে আটক ৩ নেতা
  • মোক্তার হোসেন
  • ২০২১-১০-০৩ ১৪:০৬:২৪
পাংশার হাবাসপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক বিশ্বাসের পক্ষে সমর্থিত লোকজন দলীয় কার্যালয় থেকে মনোনয়নের আবেদন ফরম সংগ্রহ করেন -মাতৃকন্ঠ।

রাজবাড়ীর পাংশা উপজেলায় আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীরা উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে মনোনয়নের আবেদন ফরম সংগ্রহ করছেন। গতকাল ৩রা অক্টোবর পর্যন্ত আওয়ামী লীগের মোট ৩১ জন নেতা মনোনয়নের আবেদন ফরম সংগ্রহ করেছেন। এদের মধ্যে কারাগারে আটক আওয়ামী লীগের ৩জন নেতাও নৌকার মাঝি হতে চান। তারা তাদের প্রতিনিধি ও সমর্থকদের দিয়ে মনোনয়নের আবেদন ফরম সংগ্রহ করেছেন।
তারা হলেন- হাবাসপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক বিশ্বাস, কসবামাজাইল ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান (পিল্টু জোয়ার্দ্দার) ও কসবামাজাইলের প্রয়াত আওয়ামী লীগ নেতা জজ আলী বিশ্বাসের পুত্র মতিন বিশ্বাস। পৃথক মামলায় গ্রেপ্তার হয়ে তারা কারাগারে আটক রয়েছেন। তাদের পক্ষে সমর্থিত লোকজন পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে দলীয় মনোনয়নের আবেদন ফরম সংগ্রহ করেছেন।

 

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ