ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
কালুখালীতে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত
  • মোখলেছুর রহমান
  • ২০২১-১০-০৬ ১৪:০৭:৫০

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে রাজবাড়ীর কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৬ই অক্টোবর দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  
   ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জিল্লুর রহমানের সঞ্চালনায় সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খোন্দকার মুহাম্মদ আবু জালাল, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম নাসিম আখতার, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুর রশিদ, মদাপুর ইউপির চেয়ারম্যান আবুল কালাম মৃধা, মৃগী ইউপির চেয়ারম্যান শহিদুজ্জামান সাগর প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও ইউপি সচিবগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
   ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসমাইল হোসেন তার বক্তব্যে বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধনের ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। জন্মের ৪৫ দিনের মধ্যে প্রতিটি শিশুর জন্ম নিবন্ধন করা জরুরী। 

আন্তঃনগর মধুমতী এক্সপ্রেসে প্রায়ই যান্ত্রিক ত্রুটি॥বেড়েছে যাত্রী ভোগান্তি
রাজবাড়ী জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সিরাজ-সম্পাদক উৎসব
১২তম জাতীয় আইনগত সহায়তা দিবস কাল
সর্বশেষ সংবাদ