ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
কালুখালীতে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রেতার জরিমানা॥জাল ধ্বংস
  • মোখলেছুর রহমান
  • ২০২১-১০-০৬ ১৪:০৮:২১

চলমান ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে রাজবাড়ীর কালুখালী উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ গতকাল ৬ই অক্টোবর দুপুরে রতনদিয়া বাজারে অভিযান চালিয়ে ১ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ লিটন মোল্লা নামে একজনকে আটক করেন। 

   এরপর তাকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে যাওয়া হলে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসমাইল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আটককৃত লিটন মোল্লাকে সংশ্লিষ্ট আইনে ১ হাজার টাকা জরিমানা করেন এবং জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার আবু বকর সিদ্দিক ও সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবুসহ মৎস্য অফিসের কর্মচারীগণ উপস্থিত ছিলেন। 

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ