ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
পাংশা পৌর কাঁচা বাজার পরিদর্শনে ইউএনও॥৪ দোকানীকে জরিমানা
  • মোক্তার হোসেন
  • ২০২১-১০-০৭ ১৬:১৭:৩৮
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলীর নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার বিকেলে পাংশা পৌর কাঁচা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ীর পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলী গতকাল ৭ই অক্টোবর বিকেলে পাংশা পৌর কাঁচা বাজার পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে ভ্রাম্যমান আদালতে ভোক্তা অধিকার আইনে চারজন দোকানদারকে ২ হাজার ১শত টাকা জরিমানা করেন তিনি।

জানা যায়, সাম্প্রতিক সময়ে অতিরিক্ত মূল্যে বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রি করায় বাজার নিয়ন্ত্রণের লক্ষ্যে নিয়মিত ভাবে বাজার পরিদর্শনে নেমেছেন প্রশাসনের কর্মকর্তরা। তারই ধারাবাহিকতায় পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার বিকেলে পৌরসভার কাঁচা বাজার পরিদর্শন করেন। এ সময় ভ্রাম্যমান আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কাঁচা বাজারের ব্যবসায়ী মেহের আলীকে ৫শত টাকা, রাজ্জাক শেখকে ৬শত টাকা, হজরতকে ৫শত টাকা ও রাজু আহমেদকে ৫শত টাকা জরিমানা করা হয়। ইউএনও মোহাম্মাদ আলী ন্যায্য মূল্যে পণ্য সামগ্রী ক্রয়-বিক্রয়ে জনসচেতনতামূলক নির্দেশনা প্রদান করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহায়তা করে পাংশা মডেল থানা পুলিশ। 

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ