ঢাকা বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
পাংশা মডেল থানা পুলিশের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব-২০২১ উদযাপনে মতবিনিময় সভা
  • মোক্তার হোসেন
  • ২০২১-১০-০৭ ১৬:১৮:১৬
পাংশা মডেল থানায় গতকাল বৃহস্পতিবার দুপুরে আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২১ উদযাপনে আয়োজিত মতবিনিময় সভায় ওসি মোহাম্মদ মাসুদুর রহমান বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ীর পাংশা উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২১ উদযাপনে গতকাল ৭ই অক্টোবর দুপুরে পাংশা মডেল থানা চত্বরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও পাংশা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি উত্তম কুমার কুন্ডু, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কুমার কুন্ডু, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা অীনল কুমার বিশ্বাস, রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহসভাপতি সুব্রত কুমার দাস সাগর, হাবাসপুর ইউপির চেয়ারম্যান আব্দুল আলীম মন্ডল, যশাই ইউপির চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, মৌরাট ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান প্রামানিক, সরিষা ইউপির চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস, পাট্টা ইউপির চেয়ারম্যান আব্দুর রব বিশ্বাস, কসবামাজাইল ইউপির চেয়ারম্যান কামরুজ্জামান খান, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, উপজেলার সকল পূজামন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২১ শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হবে। এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজামন্ডপে কেহ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তৎক্ষণিক ভাবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, প্রতি ১০টি পূজা মন্ডপের জন্য ১টি করে মোবাইল টিম, প্রত্যেক ইউনিয়নের বিট পুলিশিং কর্মকর্তা সংশ্লিষ্ট পূজামন্ডপে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিক ভাবে তথ্য জানানোসহ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন তিনি। পাংশা মডেল থানা পুলিশ এ মতবিনিময় সভার আয়োজন করে।

মিজানপুর ইউপি চেয়ারম্যান টুকু মিজির ছেলে জয় মিজি গ্রেফতার
পাংশা শিল্পকলা একাডেমির পরিচালনায় দায়িত্বে সমবায় কর্মকর্তা সাইফুল ইসলাম
পাংশার পাট্টায় অষ্টাদশ পল্লী সার্বজনীন পাগলের আশ্রমে রাধা গোবিন্দ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন
সর্বশেষ সংবাদ