ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রাজবাড়ীতে অতিরিক্ত মূল্যে সিগারেট বিক্রির দায়ে॥মুচলেকা দিয়ে রক্ষা পেল ১০ দোকানী !
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৬-২২ ১৫:২১:৫৯
ফাইল ছবি।

অতিরিক্ত মূল্যে সিগারেট বিক্রির অভিযোগে গতকাল ২২শে জুন রাজবাড়ী বাজারে অভিযান চালায় পুলিশ। 
  অভিযানকালে ১০টি খুচরা সিগারেট বিক্রির দোকানে ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানীর বেনসন ও গোল্ড লিফ সিগারেট নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রির প্রমাণ পাওয়া যায়। তারা বেনসন সিগারেটের প্রতি শলাকা ১৪ টাকার স্থলে ১৫ টাকা এবং গোল্ড লিফ সিগারেট ১০ টাকার স্থলে ১১টাকা করে বিক্রি করছিল। এ সময় পুলিশের পক্ষ থেকে তাদেরকে সতর্ক করে দেয়ার পাশাপাশি তাদের কাছ থেকে ‘আর অতিরিক্ত মূল্যে বিক্রি করবে না’ মর্মে মুচলেকা আদায় করা হয়। মুচলেকা প্রদান করে রক্ষা পাওয়া দোকানগুলোর মধ্যে কয়েকটি হলো- রাজবাড়ী বাজারের রফিক স্টোর, শরীফ স্টোর, ফরিদ স্টোর, সাহেব আলী স্টোর ও আওলাদ স্টোর।  
  এ ব্যাপারে ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানীর রাজবাড়ী জেলার পরিবেশক বলেন, এক শ্রেণীর খুচরা দোকানী কোম্পানীর নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বেনসন ও গোল্ড লিফ সিগারেট বিক্রি করে বাজার অস্থিতিশীল করছে। ভোক্তারা যাতে সঠিক দামে সিগারেট কিনতে পারে সে ব্যাপারে আমরা সচেষ্ট রয়েছি। ইতিমধ্যে খুচরা বিক্রেতাদের কমিশনের পরিমাণও বাড়িয়ে দেয়া হয়েছে। তারপরও যদি কেউ অতিরিক্ত মূল্যে সিগারেট বিক্রি করে তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করলে কোম্পানী বা পরিবেশক দায়ী থাকবে না।  

 

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ