ঢাকা শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
গোয়ালন্দে ইলিশ রক্ষা অভিযানে আটক ৯জন জেলের কারাদন্ড
  • মইনুল হক মৃধা
  • ২০২১-১০-১৪ ১৫:০৭:১৫

রাজবাড়ী জেলার গোয়ালন্দে ইলিশ রক্ষা অভিযানে আটক ৯জন জেলেকে ১২দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

  গতকাল ১৪ই অক্টোবর ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত গোয়ালন্দ উপজেলাধীন পদ্মা নদীর চর বেতকা ও রাখালগাছি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। 

  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম। এছাড়াও অভিযানকালে জেলেদের কাছ থেকে ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ৩টি মাছ ধরার নৌকা জব্দ এবং ৫০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়। পরে জব্দকৃত জাল নদীর পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস, নিলামে ৩টি নৌকা ৩০ হাজার টাকায় বিক্রি এবং উদ্ধারকৃত মাছ বিভিন্ন মাদ্রাসা-এতিমখানায় বিতরণ করা হয়। 

  সাজাপ্রাপ্ত জেলেরা হলেন-রাজ্জাক সরদার(৪০), মাহতাব ফকির(৬০), আইজল বিশ্বাস(৬০), জব্বার সরদার(৩৫), বাচ্চু শেখ(১৮), রনজু সরদার(২৫), সাইদুল ইসলাম(২০) ও রাজু(৩০)। তারা সবাই পাবনার বিভিন্ন এলাকার বাসিন্দা। 

  উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা(অঃ দাঃ) মোঃ রেজাউল শরীফ এবং ইনচার্জ জাকির হোসেনের নেতৃত্বে দৌলতদিয়া নৌ ফাঁড়ি পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে। 

কালুখালীর সাওরাইলে দেশীয় অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার
রাজবাড়ীতে হাসপাতালে দ্বিগুণ রোগী॥হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ
বালিয়াকান্দিতে টিউবওয়েল আছে পানি নেই॥বিপর্যস্ত জনজীবন