ঢাকা মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
গোয়ালন্দের উজানচর ইউপির ২নং ওয়ার্ডের সদস্য পদে ইউনুসের মনোনয়ন পত্র দাখিল
  • মইনুল হক মৃধা
  • ২০২১-১০-১৭ ১৪:০১:২৫
গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য পদে গতকাল ১৭ই অক্টোবর ফকির ইউনুস আলী উপজেলা নির্বাচন কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদের কাছে মনোনয়ন পত্র জমা দেন -মাতৃকণ্ঠ।

দ্বিতীয় ধাপে আগামী ১১ই নভেম্বর অনুষ্ঠিতব্য গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ফকির ইউনুস আলী(৩৭)।
  গতকাল ১৭ই অক্টোবর দুপুরে তিনি গোয়ালন্দ উপজেলা নির্বাচন কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদের কাছে মনোনয়ন পত্র জমা দেন। এ সময় তার সাথে কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
  উজানচর ইউনিয়নের রমজান মাতব্বর পাড়া গ্রামের মৃত আমির ফকিরের ছেলে ফকির ইউনুস আলী পেশায় একজন ব্যবসায়ী। এলাকায় তার গ্রহণযোগ্যতা রয়েছে।
  উল্লেখ্য, গতকাল ১৭ই অক্টোবর ছিল দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ। আগামী ২১শে অক্টোবর মনোনয়ন পত্র বাছাই এবং ২৬শে অক্টোবর পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার ও ২৭শে অক্টোবর প্রতীক বরাদ্দ এবং ১১ই নভেম্বর নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 চট্টগ্রামের আইনজীবি আলিফ হত্যার বিচারের দাবীতে বালিয়াকান্দিতে বিক্ষোভ ও সমাবেশ
গোয়ালন্দে উঠান বৈঠকের মাধ্যমে ইন্টারনেট সম্পর্কে শিখলো নারীরা
বালিয়াকান্দি ও কালুখালীতে পেঁয়াজ সংরক্ষণে তৈরি মডেল ঘরে সুফল পাচ্ছেন কৃষকেরা
সর্বশেষ সংবাদ