ঢাকা শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫
শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের প্রতি মোস্তফা মুন্সীর কৃতজ্ঞতা জ্ঞাপন
  • মইনুল হক মৃধা
  • ২০২১-১০-১৭ ১৪:০৭:২৫

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমকে তৃতীয় বারের মতো সভাপতি ও কাজী ইরাদত আলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরসহ দলীয় নেতৃবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মোস্তফা মুন্সী।
  এছাড়াও রাজবাড়ী জেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে মোঃ মোস্তফা মুন্সী বলেন, এ সম্মেলন সফল করার পিছনে দলীয় নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তিসহ সকল পেশার লোকজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এ সফলতার অংশীদার তারাও। সম্মেলন সফল করতে গোয়ালন্দ  উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং মুজিব পাগলরা যে ত্যাগ এবং শ্রম দিয়েছেন তা স্মরণীয়। সুষ্ঠু ও সুন্দরভাবে অধিবেশন সফল করার পিছনে স্বেচ্ছাসেবক ও আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাও প্রশংসার দাবীদার। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের অভ্যর্থনা জানাতে আওয়ামী লীগ, সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং নেতৃবৃন্দের অবদান স্মরণীয়।
   উল্লেখ্য, গত ১৬ই অক্টোবর রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযাদ্ধা মোঃ জিল্লুল হাকিমকে পুনরায় সভাপতি এবং কাজী ইরাদত আলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
  এছাড়াও সম্মেলনে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, আলহাজ্ব আকবর আলী মর্জি, ফকীর আব্দুল জব্বার ও মহম্মদ আলী চৌধুরীকে সহ-সভাপতি এবং শেখ সোহেল রানা টিপু’কে যুগ্ম-সাধারণ সম্পাদক করে জেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।  

রাজবাড়ীর সাবেক এমপি কাজী কেরামতের রিমান্ড ও পৃথক মামলায় শ্যোন এরেস্ট শুনানী ২৮ এপ্রিল
রাজবাড়ী জেলা বাস মিনিবাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অফিস উদ্বোধন
রাজবাড়ীতে ডিসি’র সাথে সাবেক এমপি খৈয়মের আলোচনার পর অটো বাইকের পৌর পার্কিং ফি ১২ টাকা নির্ধারণ
সর্বশেষ সংবাদ