জাতীয় পার্টির অঙ্গ-সংগঠন জাতীয় ছাত্র সমাজের রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক রুহুল আমিন গাজী বিপ্লব এবং তার স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
জানা গেছে, বর্তমানে সস্ত্রীক ঢাকায় বসবাসকারী বিপ্লব ও তার স্ত্রী উপসর্গ নিয়ে গত ১৯শে জুন মহাখালীর আইইডিসিআরে নমুনা জমা দেন। পরদিন ২০শে জুন পরীক্ষার ফলাফলে তাদের রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকে তারা ঢাকাতেই হোম আইসোলেশনে রয়েছেন। সুস্থতা কামনায় তারা সকলের দোয়া কামনা করেছেন।